ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামেক হাসপাতালে চিকিৎসকদের ব্রিফিং বাতিল

প্রকাশিত: ০৯:১৬, ২২ এপ্রিল ২০২০

রামেক হাসপাতালে চিকিৎসকদের ব্রিফিং বাতিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আব্দুস সোবহান নামের ৮০ বছর বয়সের ওই রোগী গত ১৭ এপ্রিল রামেক হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া গেছে। সোমবার রাতে নমুনা পরীক্ষার ফল প্রকাশের পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, হাসপাতালকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে চিকিৎসকদের নিয়মিত প্রেস ব্রিফিং বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন সাড়ে ১০টার দিকে হাসপাতালের গেটে করোনাভাইরাসের রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা ব্রিফিং করতেন। কিন্তু এখন আর ব্রিফিং করা হবে না। তবে সেটি অনলাইনে করার চিন্তা চলছে বলে জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডাঃ আজিজুল হক আজাদ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ডাঃ আজাদ বলেন, সংক্রামক হাসপাতালে ভর্তি রোগীর বয়স ৮০ বছর। তাকে বুঝতে আমাদের একটু দেরি হয়ে যায়।
×