ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিঝরা মার্চ

প্রকাশিত: ০৭:৩০, ৪ এপ্রিল ২০২০

অগ্নিঝরা মার্চ

অগ্নি ঝরা মার্চ এলো রে অগ্নি ঝরা মার্চ; এই মাসেতেই হয়েছিলো অপারেশন সার্চ। আঁধার রাতে পাক সেনারা দিয়েছিলো হানা; হঠাৎ হবে এমন হানা কার বা ছিলো জানা! অজানাতেই লক্ষ লক্ষ জীবন গেল চলে; মা বাবা আর বোন ঘুমালো সোঁধা মাটির কোলে। সেই ইতিহাস পড়লে মনে জলে ভরে চোখ; চারিদিকে কী হাহাকার! শোকের পরে শোক।
×