ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ মার্চ ২০২০

ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য ও স্যানিটাইজার বিতরণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ করোনা ভাইরাসের কারণে সারাদেশের মতো ঈশ্বরদীতে নিরাপদে গৃহবন্দি থাকা ছিন্নমূল হতদরিদ্র্র জনগোষ্ঠীকে সহায়তা স্বরুপ শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে দু’হাজার পরিবারকে, চালসহ খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফের নির্দেশনায় ও এফবিসিসিআই’ এর সাধারণ পরিষদের সদস্য সাকিবুর রহমান শরীফের আর্থিক সহায়তায় এসব বিতরণ করা হয়। এ ছাড়াও ঈশ্বরদীকে জীবানুমুক্ত রাখার স্বার্থে বিভিন্ন স্থানে জীবানুনাশকও ছিটানো হয়। সাকিবুর রহমান শরীফ বলেন, দেশের এই কঠিন সময়ে আমরা শুধু ঈশ্বরদীতে নয় বিভিন্ন জায়গায় আমাদের এই কার্যক্রম চালু রেখেছি যাতে দরিদ্র জনগোষ্ঠীর কোন কষ্ট না হয়। সবার সাথে তারাও যেন নিরাপদে এবং নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশে সব জেলার সকল জনগণের মধ্যে চিকিৎসা সহযোগিতা সহ দরিদ্রদের জন্য দশ টাকা কেজিতে চাল বিতরণ সহ নানা কার্যক্রম শুরু হয়েছে। সকল জেলার ডিসিদের তত্বাবধায়নে সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডাক্তার, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সেচ্ছাসেবীগণ জীবনবাজি রেখে তাদের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি শতভাগ ব্যক্তিগত তহবিল হতে সংগ্রহ এই সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেচ্ছাসেবীদের মধ্যে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহনের উৎসাহ ব্যাপকভাবে উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে সরকারে নির্দেশনা মেনেই সেচ্ছাসেবীদের সংখ্যা সীমিত রেখেই এ কাজ পরিচালনা করা হচ্ছে।
×