ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়গঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের ১৭ টি দোকানে অভিযান

প্রকাশিত: ০৭:১৩, ২৭ মার্চ ২০২০

রায়গঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের ১৭ টি দোকানে অভিযান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, কোম্পানীর স্যাম্পল, রেজিস্ট্রার বিহীন ওষুধ, বিক্রিয় নিষিদ্ধ সরকারী এবং নকল ওষুধ জব্দ করেছে। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম এইচ ইমরান শুক্রবার দুপুওে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে সিরাজগঞ্জের ড্রাগ সুপার মোঃ আহসান উল্লাহর তত্বাবধানে, এসিল্যান্ড রায়গঞ্জ, সুবির কুমার দাস এর ভ্রাম্যমান আদালতে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ এবং ৫৩ ধারায় প্রত্যেককে জরিমানা করে মোট ২লাখ ৮৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
×