ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বুধবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক কর্মী মারা গেছে। তার নাম রয়েল হোসেন (২৩)। সে ঢাকার ধামরাই থানার খাগাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে। রয়েল হোসেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন ক্রু লেভেল-১ পদে কর্মরত ছিল। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১’র কোনাবাড়ি জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়া জানান, বুধবার সকালে মহানগরীর কোনাবাড়ি এলাকায় বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করছিল গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মীরা। এসময় স্থানীয় ফিডার হতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়। বাজার বাসস্ট্যান্ড এলাকার আনসার ভবন সংলগ্ন একটি খুঁটিতে উঠে অন্য দু’সহকর্মীর সঙ্গে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকে রয়েল হোসেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎৎসক রয়েলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয় একটি ভবনের চলন্ত জেনারেটরের বিদ্যুৎ ওই বৈদ্যুতিক তারে সঞ্চালিত হয়ে ‘ব্যাক ফিড’ করায় এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
×