ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রাডো ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ০৯:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে প্রাডো ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় পাজেরো ও সিএনজি অটো রিক্সার ব্যক্তিগত প্রাডো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালকসহ নিহত ৫ জনের মধ্যে ৪জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক সুমন (৩৫), লক্ষ্মীপুর সদর, মিলন হোসেনের পুত্র নূর হোসেন (৭), রুনা আক্তার (৩৫) স্বামী মিজানুর রহমান, চাটখিল, মিজানের চার বছর বয়সের শিশু পুত্র মিনহাজ চাটখিল এবং অজ্ঞাতনামা প্রায় ৩৫ বছরের অপর এক যাত্রী। গুরুতর আহতদের মধ্যে নোয়াখালী চাটখিলের মিলন হোসেনের স্ত্রী রুবি আক্তার (৩৭), সোলায়মানের পুত্র মোহাম্মদ উল্যা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থাও আশংকাজনক বলে পুলিশ জানায়। হতাহত সকলের বাড়ী নোয়াখালীর চাটখিল এবং লক্ষ্মীপুর সদর উপজেলা বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত অপর দু’জন নোয়াখালী মেডিকেল হাসপাতালে নেয়ার পর মারা যায়। পুলিশ ব্যক্তিগত প্রাডো গাড়ীটি ও দূর্ঘটনায় কবলিত সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চৌমুহানী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে চরচামিতা নামক স্থানে ব্যক্তিগত প্রাডো গাড়ী ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষে ৫জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন জানান, নিহতরা সবাই সিএনজি অটো রিকশার যাত্রী এবং একজন চালক। ব্যক্তিগত প্রাডো গাড়ীটি জব্দ করা হলেও চালক নড়াইলের মৌলবীর মুরিদপয়সা গ্রামের চুন্নু মিয়ার ছেলে মো. সজিব পলাতক রয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানায় কোনো মামলা হয়নি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জশিম উদ্দিন। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ব্যতিত অন্যান্য চারজনের লাশ প্রত্যেকের বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।
×