ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ৬৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০৩:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বরিশালে ৬৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ পুলিশের ছেলে আল-আমিন শরীফ সবুজকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পুলিশ সদস্য আবুল বাশার হাওলাদারের পুত্র ও গ্লোবাল পরিবহনের চালক আল-আমিন শরীফ সবুজকে (৪০) ৬৫০পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানায়, দীর্ঘদিন থেকে সে ঢাকা-পয়সারহাটগামী যাত্রীবাহী পরিবহণ গ্লোবাল পরিবহণে চালকের চাকরির পাশাপাশি টাকার বিনিময়ে ইয়াবা ব্যবসায়ীদের কাছে বিবিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে আসছিলো। উদ্ধারকরা ইয়াবা পৌঁছে দেবার জন্য পাঁচহাজার টাকার চুক্তি করে দুইহাজার টাকা অগ্রীম গ্রহণ করে সবুজ। এসব ইয়াবা পৌঁছে দেবার পরে বাকি টাকা তাকে পরিশোধ করা হতো। ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৫০পিচ ইয়াবা টরকীর নীলখোলা নামকস্থানে এক ব্যবসায়ীর কাছে তার পৌঁছে দেয়ার কথাছিলো। গ্রেফতারকৃত সবুজ আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফ মোল্লার নাতি। সবুজের বাবা আবুল বাশার হাওলাদার পুলিশ সদস্য হিসেবে ঝালকাঠি আদালতে কর্মরত রয়েছেন। ইয়াবা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে আটক আল- আমিন শরীফ সবুজসহ তার অন্যান্য সঙ্গীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
×