ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ গ্রাম জলাবদ্ধ নিষ্কাশন প্রকল্প সাত বছর মন্ত্রণালয়ে ॥ বাস্তবায়ন দাবিতে সমাবেশ

প্রকাশিত: ১২:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 ৫০ গ্রাম জলাবদ্ধ নিষ্কাশন প্রকল্প সাত বছর মন্ত্রণালয়ে ॥ বাস্তবায়ন দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার ৫টি ইউনিয়নের অর্ধশত গ্রামের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে নেয়া নিষ্কাশন প্রকল্পটি মন্ত্রণালয়ে দীর্ঘ ৭ বছর ধরে পড়ে আছে। প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় ভরাট বেতনা ও মরিচ্চাপ দিয়ে এলাকার পানি নিষ্কাশিত হতে পারছেনা। বছরের প্রায় অর্ধেক সময় ধরে এলাকার বেশিরভাগ জনপদ জলাবদ্ধ থাকছে। এলাকাবাসী নিজস্ব বসত বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ মাস ধরে জলাবদ্ধ হয়ে থাকা ব্রহ্মরাজপুর, লাবসা, ও ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও পৌরসভার ভুক্তভোগী এলাকাবাসী রবিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদে এই সমাবেশে অংশগ্রহণ করেন। উত্তরণ ও পানি কমিটি এই সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা পানি কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির পরামর্শক অধ্যাপক হাশেম আলি ফকির, অধ্যক্ষ আশেক ই এলাহী, জিল্লুর রহমান, নুরুল হুদা, দিলীপ কুমার সানা প্রমুখ। সমস্যা সমাধান ও প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সরকারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
×