ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

  বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ১০২. ৯০ কোন সংখ্যার ৭৫%? ১২০, ১২৫, ১৫০, ১৭৫ সঠিক উত্তর : ১২০ ১০৩. এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? ২০০০, ২৩০০, ২৫০০, ৩০০০ সঠিক উত্তর: ৩০০০ ১০৪. বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? ২, ৩, সমান কোনটিই নয় সঠিক উত্তর: ২ ১০৫. শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে? ৩%, ৪%, ৫%, ৬% সঠিক উত্তর: ৬% ১০৬. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? ৫%, ৬%, ১০%, ১২% সঠিক উত্তর: ১০% ১০৭. কোনটি মৌলিক সংখ্যা নয়? ২৬৩, ২৩৩, ২৫৩, ২৪১ সঠিক উত্তর: ২৫৩ ১০৮. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? ১৩, ৭৭, ৯১, ১৪৩ ৭, ২২, ২৬, ৯১ ২৬, ৭৭, ১৪৩, ১৫৩ ২, ৭, ১১, ১৩ সঠিক উত্তর: ২৬, ৭৭, ১৪৩, ১৫৩ ১০৯. (া৩.া৫) <৪ এর মান কত? ৩০, ৬০, ২২৫, ১৫ সঠিক উত্তর: ২২৫ ১১০. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ৭/৯, ৯/১১, ১১/১৩, ১৩/১৫ সঠিক উত্তর: ৯/১১ ১১১. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- ১০ঘণ্টা, ৫ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৮ ঘণ্টা সঠিক উত্তর: ৬ ঘণ্টা ১১২. এই গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ক. নাইট্রোজেন খ. হিলিয়াম গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন সঠিক উত্তর: হাইড্রোজেন ১১৩. বাতাস হলো একটি- ক. মৌলিক পদার্থ খ. যৌগিক পদার্থ গ. মিশ্র পদার্থ ঘ. কোনটিই নয় সঠিক উত্তর: মিশ্র পদার্থ ১১৪. এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভাল বিদ্যুত পরিবাহী? ক. সাধারণ জল খ. সমুদ্রের জল গ. ফোটানো জল ঘ. বৃষ্টির জল সঠিক উত্তর: সমুদ্রের জল ১১৫. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? ক. নিওন খ. কার্বন ডাই অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড সঠিক উত্তর: কার্বন ডাই অক্সাইড ১১৬. নিচের কোন মৌল অম্লের (acid) মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ক. কার্বন খ. হাইড্রোজেন গ. অক্সিজেন ঘ. সালফার সঠিক উত্তর: হাইড্রোজেন ১১৭. এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটি শিলা ও খনিজ পদার্থে সবচেয়ে বেশি? ক. কার্বন খ. এ্যালুমিনিয়াম গ. হাইড্রোজেন ঘ. সিলিকন সঠিক উত্তর: এ্যালুমিনিয়াম
×