ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোটে অংশ নেয়নি সাদা দল

জবি শিক্ষক সমিতির নির্বাচনে ১৪ পদে ভিসিপন্থীদের জয়লাভ

প্রকাশিত: ১১:৩৭, ৩০ জানুয়ারি ২০২০

জবি শিক্ষক সমিতির নির্বাচনে ১৪ পদে ভিসিপন্থীদের জয়লাভ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১৪ পদেই ভিসিপন্থী শিক্ষকরা জয়লাভ করেছেন। নির্বাচনী সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন। প্রায় সব পদে আওয়ামীপন্থী নীল দলের (একাংশ) ড. নূরে আলম আব্দুল্লাহ প্যানেল জয়লাভ করেছে। নীল দলের অন্য অংশের ড. শওকত জাহাঙ্গীর প্যানেলের একজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে অংশ নেয়নি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার নির্বাচনের ফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে ৬৭৮ ভোটারের মধ্যে ৫২৪ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে জয়ী হয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, একজন সদস্য ছাড়া আমাদের প্যানেলের সবাই জয়ী হয়েছেন। শিক্ষকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদেন দায়িত্ব-কর্তব্য হবে। নির্বাচিত প্রতিনিধিগণ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে সাক্ষাত করেন। এসময় উপাচার্য মহোদয় তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমন্বিত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচনে কমিটির সদস্যরা হলেনÑ সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ জহির উদ্দিন আরিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন।
×