ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাস্তি বাড়ানোর প্রস্তাব দিয়ে ‘সামুদ্রিক মৎস্য বিল’ সংসদে উত্থাপন

প্রকাশিত: ১১:১২, ৩০ জানুয়ারি ২০২০

শাস্তি বাড়ানোর প্রস্তাব দিয়ে ‘সামুদ্রিক মৎস্য বিল’ সংসদে উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ শাস্তি বাড়ানোর প্রস্তাব করে জাতীয় সংসদে ‘সামুদ্রিক মৎস্য বিল-২০২০’ উত্থাপন করা হয়েছে। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ খান খসরু বিলটি উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে উত্থাপিত ওই বিলে বলা হয়েছে, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাধা দিলে দুই বছরের জেল ও ১০ লাখ টাকা অর্থদ-ের বিধান রাখা হয়েছে। বর্তমান আইনে তিন বছরের জেল এবং এক লাখ টাকা অর্থদ-ের বিধান ছিল। ইচ্ছাকৃতভাবে মৎস্য আহরণের নৌযানের ক্ষতি করলে ২ বছরের জেল এবং ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বর্তমান আইনে তিন বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
×