ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবির প্রতিটি হলে বঙ্গবন্ধু কর্নার

প্রকাশিত: ১১:৪৯, ১৪ জানুয়ারি ২০২০

ঢাবির প্রতিটি হলে বঙ্গবন্ধু কর্নার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল হলের ‘বঙ্গবন্ধু কর্নার’ একযোগে উদ্বোধন করা হবে। এ প্রসঙ্গে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী জনকণ্ঠকে বলেন, ‘বঙ্গবন্ধু কর্নার’ এ বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেলফ ডাকসু সরবরাহ করবে। প্রতিটি হলের বঙ্গবন্ধু কর্নারের শেলফ ও বই ক্রয়ের কাজ প্রায় শেষের পর্যায়ে বলে জানান তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
×