ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:২৫, ১৪ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগ দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় ॥ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঈদের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কাপড় নিয়ে যায়। দেশে কোন দুর্যোগ বা সমস্যা হলে মানুষের পাশে দাঁড়ায়। চাল-ডাল নিয়ে হাজির হয়। কিন্তু বিএনপি জামায়াতের লোকজনকে তখন খুঁজে পাওয়া যায় না। শীতের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের শীতবস্ত্র বিতরণ করছেন এবং পাশে আছেন। স্বাস্থ্যমন্ত্রী সোমবার দুপুরে মানিকগঞ্জে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রীর নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ভা-ার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই শীতবস্ত্র বিতরণের সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও সদর উপজেলার নির্বাহী অফিসার আসমাউল হুসনা লীজাসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই শীতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ বেশি হয়। সেদিকে একটু বেশি খেয়াল করবেন। কেউ অসুস্থ হলে আপনারা সরকারী হাসপাতালে গিয়ে সেবা নেবেন। মানিকগঞ্জে বিএনপি বেশিদিন ক্ষমতায় ছিল। কিন্তু কোন উন্নয়ন হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাই আজকে এত উন্নয়ন। কাজেই আমাদের দেখতে হবে, কে কাজ করে। আপনাদের খেয়াল রাখতে হবে- কারা আপনাদের কথা ভাবে, সাহায্য করে এবং আপদ-বিপদে পাশে দাঁড়ায়।
×