ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ১১:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৯

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (আইসিটি) গৌরিপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় গৌরিপুর, দাউদকান্দি, কুমিল্লা। [email protected] ১। অর্থায়ন কি নিয়ে কাজ করে? ক. উৎপাদন ব্যবস্থাপনা খ. তহবিল ব্যবস্থাপনা গ. প্রকল্প ব্যবস্থাপনা ঘ. বিপণন ব্যবস্থাপনা ২। সরকারী অর্থায়নের মূল লক্ষ্য কি? ক. সমাজকল্যাণ খ. পরিবার গ. রাষ্ট্রীয় কল্যাণ ঘ. সংগঠন তৈরি ৩। ইঈওঈ এর অধীনে কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে? ক. কুটির শিল্প খ. রাসায়নিক শিল্প গ. ক্ষুদ্র শিল্প ঘ. চামড়া শিল্প ৪। সরকারের আয়ের খাত কোনটি? ক. সেতু খ. রাস্তাঘাট গ.সঞ্চয়পত্র ঘ. বিদ্যালয় ৫। সরকারের ব্যয়ের খাত কোনটি? ক. গিফট খ.আয়কর গ. ট্রেজারি বিল ঘ. প্রতিরক্ষা ৬। বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? ক. বিনোদনমূলক প্রতিষ্ঠান খ. সামাজিক প্রতিষ্ঠান গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. পারিবারিক প্রতিষ্ঠান ৭। একটি পরিবারে আয়ের উৎস কোনটি? ক. স্কুলের বেতন খ. বিদ্যুৎ গ. চাকরি ঘ. বিল ৮। ADB এর পূর্ণ রূপ কি? ক. Asian Development Branch খ. Asian Development Bank গ. Asian Domestic Branch ঘ. Asian Domestic Bank ৯। সরকারী ও বেসরকারী সহযোগিতার মাধ্যম কোনটি? ক. Public Profit Partnership খ. Public Provision Partnership গ. Public Past Partnership ঘ. Public Private Partnership ১০। বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান কোনটি? ক. বাটা কোম্পানি খ. একমি গ. ভিশন ঘ. রেনেটা
×