ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনা গণহত্যা জাদুঘরে ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ০৯:২৭, ২৩ ডিসেম্বর ২০১৯

 খুলনা গণহত্যা  জাদুঘরে ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ রবিবার খুলনায় অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তার সঙ্গে ভারতীয় একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। হাই কমিশনার রীভা গাঙ্গুলি গণহত্যা জাদুঘরের প্রতিটি কক্ষ পরিদর্শন করে একাত্তরের গণহত্যার নিদর্শন দেখে আবেগে আপ্লুত হয়ে যান। গণহত্যা জাদুঘরে এত নিদর্শন থাকা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী এই ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি কেন হয়নি তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর হিসেবে গণহত্যার নিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি গণহত্যা জাদুঘরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভারতীয় সরকারের পক্ষ থেকে গণহত্যা জাদুঘর ও গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি। হাইকমিশনার জাদুঘরে পৌঁছলে গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি ড. মুনতাসীর মামুন তাকে স্বাগত জানান। হাইকমিশনারের জাদুঘর প্রদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, ট্রাস্টি শংকর কুমার মল্লিকসহ জাদুঘর ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। সংবাদটি আপনার সংবাদপত্রে প্রকাশের জন্যে অনুরোধ করছি।
×