ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত আরও শক্তিশালী হবে, আশা মোদির

প্রকাশিত: ০৯:৪৩, ২২ ডিসেম্বর ২০১৯

ভারত আরও শক্তিশালী হবে, আশা মোদির

চরম অর্থনৈতিক মন্দায় ভুগছে ভারত। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যেখানে অর্থনীতি বৃদ্ধির হার ৮ শতাংশ ছাড়িয়েছে সেখানে এবার ত্রৈমাসিক হিসাবে দেখা গেছে ভারতের অর্থনীতি বৃদ্ধির হার নেমে এসেছে ৪.৫ শতাংশে। এ নিয়ে বিপাকে রয়েছে বিজেপি সরকার। তবে আশা হারাচ্ছেন না দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি দাবি করেন, এই মন্দা শেষে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ভারত। দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে এক আলোচনায় তিনি এমন আশা প্রকাশ করেন। এনডিটিভি। মোদি বলেন, আগের সরকারের সময়ে অর্থনৈতিক বৃদ্ধির হার কমে গিয়ে ৩.৫ শতাংশ হয়ে গিয়েছিল। অতীতেও অর্থনীতি উত্থান-পতন দেখেছে ভারত। কিন্তু এবার অর্থনৈতিক মন্দা থেকে শক্তিশালীভাবে ফিরে আসব আমরা। শিল্প সংগঠন এ্যাসোচামের এক ইভেন্টে এসে এই দাবি করেছেন মোদি। জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশে নেমে এসেছে। অর্থনৈতিক বৃদ্ধির এই মান গত ছয় বছরের যে কোন ত্রৈমাসিকের হিসাবের চেয়ে ধীরগতির। এর আগে বিজেপি সরকার ঘোষণা করেছিল যে, ২০২৪ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবেন।
×