ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দাপুটে জয়ে শেষ ইতিহাস গড়া মিশন

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ০১:০৪, ৬ জুলাই ২০২৫

দাপুটে জয়ে শেষ ইতিহাস গড়া মিশন

তুর্কমেনিস্তানের জালে এভাবেই একের পর এক গোল উদযাপন করেছে বাংলাদেশের মেয়েরা

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাইপর্ব শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস আগেই গড়েছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই আফঈদা-ঋতুপর্ণাদের জন্য নিয়মরক্ষার। পিটার জেমস বাটলারের শিষ্যদের চাওয়া ছিল শেষ ম্যাচ জিতেই উদ্যাপন করবে তারা। ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করল লাল সবুজের প্রতিনিধিরা।

ইয়াঙ্গুনে মধ্যপ্রাচ্যের দেশটিকে ৭-০ গোলে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করল বাংলাদেশ। দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল করেছেন স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা। এই ম্যাচে দাপুটে জয়ে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে মেয়েরা। এর আগে ২০১০ সালে কক্সবাজারে ভুটানকে ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল সর্বোচ্চ গোলের জয়।
নিয়মরক্ষার ম্যাচেও সেরা একাদশ অপরিবর্তিত রাখলেন কোচ পিটার বাটলার। শতভাগ জয় দিয়ে উইমেন’স এশিয়ান কাপ বাছাই শেষের ম্যাচে যেন গোল বন্যা। ২১ মিনিটের মধ্যে ছয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন স্বপ্না রানী। তহুরা খাতুনের কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে বল জড়ান তিনি। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলকিপার ফেরানোর পর, বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।
১৩ তম মিনিটে ডানদিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক। আলগা বল জালে আটকান শামসুন্নাহার জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে একটু এগিয়ে চোখ জুড়ানো শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা। ১৭ মিনিটে বক্সের বেশ বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা চাকমা। বলের লাইনে থাকা গোলরক্ষকের হাত ফসকে গোল হয়। এই গোলের পরই আইশা আমানবেরদুয়েভাকে তুলে পোস্ট আগলানোর দায়িত্ব এলনুরা মাকসুয়েতোভাকে দেন তুর্কমেনিস্তান কোচ। কিন্তু এসেই গোল হজম করেন এলনুরা।

আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে ছোট ছোঁয়ায় গোল করেন তহুরা। ৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে এই ফরোয়ার্ডের বাম পায়ের শট গোলকিপারের গ্লাভসে লেগে জালে জড়ায়। বিরতির পর প্রতিরোধ গড়েছে তুর্কমেনিস্তান। বেশ কয়েকবার আক্রমণ করলেও বাংলাদেশ আর গোলের দেখা পায়নি। ফলে ৭-০ ব্যবধানে জয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগ্রেসদের। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর।
এই আসরের চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবেও। মেয়েদের এশিয়ান কাপ প্রথম শুরু হয় ১৯৭৫ সালে। এরপর ২০২২ সাল পর্যন্ত প্রথম ২০ আসরে খেলেছে ২২টি দল। বাংলাদেশ সুযোগ পেল ২৩তম দল হিসেবে। ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশসহ এখন পর্যন্ত পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েছে। ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ নারী এশিয়ান কাপের ফলের ভিত্তিতে সুযোগ পেয়েছে তিনটি দেশ।

বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি সুযোগ পেয়েছে ১২ দলের ২০২৬ এশিয়ান কাপে। বাছাইপর্ব পেরিয়ে সুযোগ পাবে আট গ্রুপের আট চ্যাম্পিয়নরা। সেই আট দলের একটিকে পেয়ে গেছে ২০২৬ এশিয়ান কাপ। 
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে টিকিট পেয়েছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়ার খেলাটা নির্ধারিত হয়ে আছে আগেই। বাকি ১১টি দল কে কোন গ্রুপে খেলবে, সেটি নির্ধারিত হবে ড্রতে। চারটি পটে বা পাত্রে ভাগ করা হবে ১২টি দলকে। প্রতিটি পটে থাকবে তিনটি করে দল।

স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া থাকবে ১ নম্বর পটে। অন্য ১১টি দলকে গত ১২ জুন প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্রমানুযায়ী বিভিন্ন পটে রাখা হবে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ সম্ভবত ৪ নম্বর পটেই থাকবে। গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও তৃতীয় হওয়া সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

×