ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গরুর জন্য সোয়েটার

প্রকাশিত: ০৮:৫২, ১৪ ডিসেম্বর ২০১৯

  গরুর জন্য সোয়েটার

যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি ডেইরি ফার্মে কয়েকটি গরুকে বিশাল আকারের ক্রিসমাস সোয়েটার পরানোর পর তা ভাইরাল হয়েছে। ক্রিসমাস উৎসব সামনে রেখে একটি ঐতিহ্যবাহী পোশাক উৎসব উপলক্ষে তাদের গায়ে সোয়েটার পরানো হয়। বেকি হাউস অব লজ ফার্ম পর্যটন সংস্থা ভিজিট জার্সিকে সঙ্গে নিয়ে তাদের পাঁচটি গুরুকে সোয়েটার পরায়। ফার্মে এ ধরনের উৎসব করতে সেখানকার লোকজন পছন্দ করে।-ইউপিআই
×