ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে দুই অস্ত্র ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১৩:১৯, ১০ ডিসেম্বর ২০১৯

সীতাকুণ্ডে দুই অস্ত্র ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৯ ডিসেম্বর ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আটাশ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বাড়বকু- সেবা ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাড়বকু- নয়াপাড়া এলাকার মোঃ জালাল আহাম্মদের পুত্র মোঃ কবির (৩২) এবং চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার খাইরুল বশরের পুত্র মোঃ সালাউদ্দিন চৌধুরী (৩২)। র‌্যাব-৭ সহকারী পুলিশ সুপার অপারেশন মোঃ মাশকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়বকু- সেবা ফিলিং স্টেশন পূর্ব পাশের ব্রিজের নিচের এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া পরবর্তী আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করলে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আটাশ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করি। গ্র্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার অস্ত্র সাপ্লাই করে আসছিল।’
×