ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় হাইকমিশনারের হিলি স্থলবন্দর পরিদর্শন

প্রকাশিত: ০৬:৪২, ২৯ নভেম্বর ২০১৯

  ভারতীয় হাইকমিশনারের হিলি স্থলবন্দর পরিদর্শন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা আজ শুক্রবার দুপুরে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। এ সময় তিনি বলেন, ‘এই বন্দর দিয়ে কীভাবে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করা যায় এবং যাত্রী পারাপার বাড়ানো যায়, সেটা দেখতেই আমার এই সফর। হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে, এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সে জন্য আজ এই পরিদর্শন। নিজে এসে না দেখলে তো আর বোঝা যাবে না। এখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা হবে।’ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি রংপুর থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে আসেন। এ সময় তাকে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন, বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ কাস্টমস ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টিও উপস্থিত ছিলেন। পরে ভারতীয় হাইকমিশনার হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বিজিবি ও বিএসএফের কর্মকান্ড পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাইকমিশনার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে ভারতের হিলি ইমিগ্রেশন, কাস্টমসের বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি আবারও বাংলাদেশে ফিরে আসেন।
×