ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উড়ে আসা ভারতীয় আবহাওয়া ও বৃষ্টি মাপার যন্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৯:১৭, ২৫ নভেম্বর ২০১৯

 উড়ে আসা ভারতীয়  আবহাওয়া ও  বৃষ্টি মাপার  যন্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ নবেম্বর ॥ ভারত থেকে বেলুনে উড়ে আসা আবহাওয়া ও বৃষ্টি সম্ভাবনা মাপার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদার দেউলী গ্রামের মাঠে রাফিদ হ্যাচারির কাছ থেকে এ যন্ত্র উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রামের বাসিন্দারা জানায়, একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গমের ক্ষেতে পড়ে। এ সময় কালাম তার ক্ষেতে সার দিতে গিয়ে বাক্সগুলো দেখে পুলিশে খবর দেয়। বক্সে প্লাস্টিকের আদলের একটি সোলার বক্স, একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার আদলের একটি বক্স ছিল। বক্সের গায়ে ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে ওপরের অংশ ঢাকা রয়েছে।
×