ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ সীমান্ত

ভারত থেকে প্রতিদিন আসছে শতশত নারী-পুরুষ

প্রকাশিত: ০৯:১৭, ২৩ নভেম্বর ২০১৯

 ভারত থেকে প্রতিদিন  আসছে শতশত  নারী-পুরুষ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ নবেম্বর ॥ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শতশত নারী পুরুষ। চলতি মাসে এ পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ২শ’ ১৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। এর মধ্যে শুক্রবার আটক করা হয়েছে ১৪ জনকে। আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে কাজকর্ম না পেয়ে ভারত ছেড়ে অবৈধভাবে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের। এদিকে মহেশপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্ত এলকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে অবৈধ প্রবেশ ঠেকাতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের জন্য বলা হয়েছে। তারা বিজিবিকে সহায়তা করবেন। এছাড়া এক শ্রেণীর দালাল বরাবরের মতো সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা লোকজনদের সহযোগিতা করছে বলেও জনা গেছে। তবে অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন ৫৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে.কর্নেল কামরুল আহসান। খোঁজ নিয়ে জানা গেছে, ৭০ কিলোমিটার এলাকাজুড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত। এর মধ্যে ৬০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়া থাকলেও ১০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেয়া নেই। জুলুলী, খোসালপুর, বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও শ্যামকুড় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে শতশত নারী-পুরুষ। চলতি মাসেই আটক হয়েছে ২শ’ ১৪ জন। এরমধ্যে ৭৪ পুরুষ, ৭৯ নারী ও শিশু রয়েছে ৬৪ জন। আটককৃতদের বেশিরভাগের বাড়ি বাগেরহাট ও মোরলগঞ্জ এলাকায়। যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতের আসাম ও ব্যাঙ্গালুরসহ বিভিন্ন এলাকায় এরা অবৈধভাবে বসবাস করে কাজকর্ম করত। কিন্তু ঠিকমতো মজুরি পেত না। যে কারণে ভারত ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। আর সীমান্তবর্তী এলাকার মানুষ বলছেন, অরক্ষিত সীমান্ত দিয়ে রাতের আঁধারে শতশত নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছেন। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে যারা ফিরে আসছেন তারা আটক হয়েছেন। বিভিন্ন সময় কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন। এদের কেউই অনুপ্রবেশকারী নয়। এ ঘটনায় মহেশপুর থানায় ১৪টি মামলা হয়েছে। আটককৃতদের বেশিরভাগ মানুষের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, নলাইল ও ঢাকায় এলাকায়। এদের মধ্যে বেদে সম্প্রদায়ের লোকজনও আছেন। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু লোক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে বলে আমরা বিজিবির মাধ্যমে জানতে পেরেছি। ওই অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করতে বলা হয়েছে। যারা অচেনা মানুষ দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দিবেন। বিজিবির ৫৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে.কর্নেল কামরুল আহসান বলেন, মহেশপুর সীমান্ত এলাকা ৭০ কিলোমিটার। এর মধ্যে ১০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেয়া নেই। সীমান্ত দিয়ে অবৈধভাবে যারা বাংলাদেশে আসছে তাদের বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যারা আসছেন তাদের অধিকাংশই বাংলাদেশী বলে তারা দাবি করছেন। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তাদের সঠিক পরিচয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করা হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে কমিটি গঠনের জন্য বলা হয়েছে। যাতে তারা এই কমিটির মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে পারেন। যেখানে অপরিচিত মানুষ দেখবেন তারা বিজিবিকে খবর দিবেন। এছাড়া অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে।
×