ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

বিষয় ॥ পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ১২:২০, ১০ নভেম্বর ২০১৯

বিষয় ॥ পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা হাই স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় - ৫ পদার্থের অবস্থা ও চাপ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৫১। ভূপৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ কত? উত্তর : ১০৫ ঘ ৫২। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপ কী হয়? উত্তর : কম হয় ৫৩। মানুষের রক্তচাপ বেড়ে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় কখন? উত্তর : বায়ুমন্ডলীয় চাপ অপেক্ষা মানুষের রক্তচাপ বেশি হয়। ৫৪। এভারেস্ট পর্বত শৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় চাপ কত? উত্তর : ২২.৮ পস পারদ চাপ ৫৫। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা ৫৬। প্লাজমা অবস্থার বড় উৎস কী? উত্তর : সূর্য ৫৭। পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে? উত্তর : স্থিতিস্থাপক গুণাঙ্ক ৫৮। প্লাজমার কণাগুলো কীরূপ? উত্তর: তড়িৎ পরিবাহী ৫৯। প্লাজমা পদার্থের কততম অবস্থা? উত্তর : চতুর্থ ৬০। আণবিক গতিতত্ত্বের মূল বিষয় কী? উত্তর : অণুগুলো গতিশীল ৬১। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির সাথে কীভাবে সম্পর্কিত? উত্তর : সমানুপাতিক ৬২। আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে কীভাবে বুঝা যাবে? উত্তর : পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে ৬৩। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক লিখ। উত্তর : ঘস-২ ৬৪। পীড়নের একক লিখ। উত্তর : ঘ স-২ ৬৫। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে কী বোঝা যাবে? উত্তর : বৃষ্টি হতে পারে ৬৬। এভারেস্ট শৃঙ্গে বায়ু চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় কত? উত্তর : ৩০% ৬৭। ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কেন? উত্তর : ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান রাবারের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান অপেক্ষা বেশি হওয়ায়। ৬৮। সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত? উত্তর : ৭৬ পস পারদ চাপ ৬৯। কোন সাগরের পানিতে মানুষ ভাসে? উত্তর : উবধফ ংবধ ৭০। প্লাজমা টর্চ দিয়ে কী কাটা যায়? উত্তর : ধাতু
×