ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পকলায় ‘টিউন অব আর্ট’ চারুকলা প্রদর্শনীর চতুর্থ আসর

প্রকাশিত: ১০:১৬, ৯ নভেম্বর ২০১৯

  শিল্পকলায় ‘টিউন অব আর্ট’  চারুকলা প্রদর্শনীর  চতুর্থ আসর

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে দুই হাত উঁচু করে এক বৃদ্ধের মোনাজাতের ছবি। পাশেই রয়েছে মাটির হাঁড়ি-পাতিল তৈরিরত এক কুমোর নারীর ছবি। গ্রামের দৃশ্যসহ তাল গাছের ছবি, মশাল হাতে এক যুবক যার চোখে মুখে বিদ্রোহের চেহারা। অন্যদিকে রয়েছে সূর্যমুখী ফুলের ছবি, গ্রামের ঘর-বাড়ি, নারীর মুখ, জুতা পালিশরত এক বৃদ্ধসহ বেশ কিছু চিত্রকর্ম নিয়ে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি দুইয়ে শুক্রবার শুরু হয়েছে ‘টিউন অব আর্ট’ শীর্ষক চারুকলা প্রদর্শনী। চতুর্থবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে ফোকাস বাংলাদেশ। পাঁচ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত সচিব খান মোঃ বিল্লাল। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী মিন্টু দে, শিল্পী গোবিন্দ রায় ও ভারতীয় শিল্পী প্রবীণ কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কিউরেটর শিল্পী মোঃ কাওসার হোসেন। প্রদর্শনীতে বেশিরভাগ শিল্পীই তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমকালীন চিন্তা ভাবনার প্রকাশ ঘটিয়েছেন তাদের কাজে। জল রং, এ্যাক্রিলিক, তেল রং, ড্রয়িং, ভাস্কর্য এবং মিক্সড মিডিয়ায় করা শিল্পকর্মগুলো বৈচিত্র্যপূর্ণ। এই উৎসবটি গত তিনবছর নিয়মিত হয়ে আসছে, যেখানে বিভিন্ন দেশের শখের শিল্পীরাও পেশাদার শিল্পীদের সঙ্গে একই পাটাতনে আসে। এ বছর ১৭ দেশের প্রায় ২০০জন শিল্পী অংশ নিচ্ছে প্রদর্শনীতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরে সার্বিয়া, তুরস্ক, ইরান, কানাডা, অষ্ট্রিয়া ও ইতালীর শিল্পীদের কাজ প্রদর্শিত হচ্ছে এই উৎসবে। তাছাড়া এই আসরে যুক্ত হয়েছে ইসলামী আর্টের অন্যতম নিদর্শন ক্যালিগ্রাফি। প্রদর্শনীটি চলবে ১২ নবেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
×