ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে হোটেলসহ তিন প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ১৩:০৪, ২৯ অক্টোবর ২০১৯

রূপগঞ্জে হোটেলসহ তিন প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেটের পাশে খাবার হোটেলসহ তিনটি প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ভুলতা গাউছিয়া মার্কেটের পাশে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সেবা হোটেল, জিএসপি হোটেল ও মার্জিয়া স্টোর। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাউছিয়া মার্কেটের পাশে সেবা হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এশিয়ান হাইওয়ের দীর্ঘ যানজটের কারণে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। স্থানীয়রা পানি দিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে সেবা হোটেল, জিএসপি হোটেল ও মার্জিয়া স্টোর নামে তিনটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুনে পুড়ে তিনটি প্রতিষ্ঠান প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত মালিকরা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ১২ ফুট সামনেই গাউছিয়া মার্কেট। এ মার্কেটে প্রায় ৬ হাজার দোকান রয়েছে। ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মান্নান বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
×