ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোনাস থেকে বেরোতে পারেনি আইটিসি

প্রকাশিত: ১১:৪৯, ২৭ অক্টোবর ২০১৯

বোনাস থেকে বেরোতে পারেনি আইটিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্তির ৪ বছরেও বোনাস শেয়ার থেকে বের হতে পারেনি আইটি কনসালটেন্টস। এরই ধারাবাহিকতায় আগের বছরগুলোর ন্যায় ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায়ও বোনাস শেয়ার ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আইটি কনসালটেন্টস ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এরপরে ৪ বার লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর প্রতিবারই বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে ২ বার বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত অর্থ ব্যবহারের আগেই আইটি কনসালটেন্টসের পর্ষদ বোনাস শেয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করে। ২০১৫-১৬ অর্থবছরের ব্যবসায় প্রথমবার ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। পরের বছরে ৪ শতাংশ বোনাসের পাশাপাশি ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর ২০১৭-১৮ অর্থবছরে শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ৭ শতাংশ বোনাস শেয়ারের পাশাপাশি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
×