ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাকাশে হোটেল!

প্রকাশিত: ১১:১১, ২৪ অক্টোবর ২০১৯

মহাকাশে হোটেল!

মহাকাশে পর্যটকদের ভ্রমণের জন্য হোটেল চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭ সালের মধ্যে ওই হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে তারা। সম্প্রতি মহাকাশের সেই হোটেল দেখতে কেমন হবে তার ধারণা সম্বলিত ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। দ্য গেটওয়ে ফাউন্ডেশন জানিয়েছে, মহাকাশে যারা ঘুরতে যাবে তাদের কয়েক দিনের আমোদ-প্রমোদের জন্য ওই হোটেল নির্মিত হবে। ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনাও করেছে তারা। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল বা কক্ষ। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। ২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। এক শ’ জন অতিথি থাকতে পারবেন সেখানে। ওই মডিউলগুলোতে থাকবে রেস্তরাঁ, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হলসহ সব রকম বিনোদনের ব্যবস্থা। -এনবিসি নিউজ
×