ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টুডিও থিয়েটারে বহুবচনের ‘প্রেম বড় কবিরাজ’

প্রকাশিত: ১২:৩০, ২২ অক্টোবর ২০১৯

স্টুডিও থিয়েটারে বহুবচনের ‘প্রেম বড় কবিরাজ’

স্টাফ রিপোর্টার ॥ আবারও মঞ্চে এসেছে বহুবচন থিয়েটারের সাড়া জাগানো নাটক ‘প্রেম বড় কবিরাজ’। চলতি বছরের ৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২২তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধা ৭-৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ২৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির মূল রচয়িতা বিশ্বখ্যাত ফ্রান্স নাট্যকার জ্যা ব্যাপ্তিস্ত পোকালি মলিয়ের। নাটকের বাংলা অনুবাদ করেছেন নট সম্রাট কবি গিরীশ ঘোষ। বাংলা অনুবাদকৃত নাটকের নাম ছিল ‘যেয়ছা কা তেয়ছা’। নাটকটি বাংলাদেশে নবরূপে উপস্থাপন করে ‘বহুবচন থিয়েটার’। নব নাট্যায়নে ছিলেন বহুবচন থিয়েটারের প্রয়াত সভাপতি মোঃ ইকবাল হোসেন। পুনর্বিন্যাস ও নির্দেশনায় এ্যাড. মির্জা আবদুর রাজজাক। মঞ্চ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নজরুল ইসলাম কাজল। আলো পরিকল্পনায় রফিক হামজা শেখ, সহযোগী-মির্জা মাহমুদ সুহৃদ, আলো প্রক্ষেপণ-সবুজ, আকবর, মেক আপ-তন্ময়, সহযোগী-জাহাঙ্গীর, সঙ্গীত পরিচালনায় মোঃ শহীদুল আলম লস্কর, সহযোগী-মোক্তাদির রহমান পুলক ও সার্বিক ব্যস্থাপনায় মোঃ আব্দুল লতিফ রেজা। তত্ত্বাবধান-অধ্যাপক নজরুল ইসলাম ও এ্যাড. সরওয়ার ই দীন। উপদেষ্টা-নাজমা বেগম ও মাহমুদা খাতুন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবে, আজিজুল হক সুজন, জোবায়দুল আলম লালন, এ্যাড চৈতালী চক্রবর্তী চৈতি, অনামিকা, সফর শুভ উত্তম, আব্দুল লতিফ রেজা, নজরুল ইসলাম কাজল, কাজী আসাদ মুন, জাহিদুর রহমান সুমন, আস সাব উল মাসানী, এ্যাড. শাহ এমরান, মোঃ আব্দুর রশিদ, মম সুলতানা এবং অধ্যাপক নজরুল ইসলাম।
×