ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্লাইট সেফ্্টি সেমিনার শুরু

প্রকাশিত: ০৯:৪২, ২২ অক্টোবর ২০১৯

ফ্লাইট সেফ্্টি সেমিনার শুরু

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় সোমবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফ্টি সেমিনার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন। তথ্যমন্ত্রী হোটেল সোনারগাঁওয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনদিনের এই সেমিনার শেষ হবে কাল বুধবার ২৩ অক্টোবর। সেমিনারের মূল উদ্দেশ্য নিরাপদ উড্ডয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, তদন্ত, উড্ডয়ন ঝুঁকি হ্রাসকরণ এবং সর্বোপরি নিরাপদ উড্ডয়নের ভূমিকা নিয়ে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করা। এবারের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টিন এফোর্ট ক্যান এনসিওর টিম সেফ্টি।’ –আইএসপিআর
×