ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যে কোন কিছুই ঘটতে পারে ॥ ভ্যান ডাইক

প্রকাশিত: ০৯:৩৫, ১২ অক্টোবর ২০১৯

 যে কোন কিছুই ঘটতে পারে ॥ ভ্যান ডাইক

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে উড়ছে লিভারপুল। এখন পর্যন্ত কোন ম্যাচেই হার দেখেনি জার্গেন ক্লপের দল। মৌসুমের প্রথম ৮ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে ইউরোপ সেরার মুকুটপরা ক্লাবটি। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও নিজেদের করে রেখেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমের প্রথম ৮ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে জার্গেন ক্লপের শিষ্যরা। সমানসংখ্যক ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। অর্থাৎ সিটিজেনদের চেয়ে এই মুহূর্তেই ৮ পয়েন্ট এগিয়ে অলরেডরা। তবে এতেই তৃপ্তির কিছু দেখছেন না লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। বরং সামনে এখনও কঠিন সময় রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে এখনও যে কোন কিছুই ঘটতে পারে প্রিমিয়ার লীগে। এ প্রসঙ্গে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া ভ্যান ডাইক বলেন, ‘সামনে এখনও অনেক ব্যস্তসূচী পড়ে রয়েছে। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাস দুটি খুব কঠিন। এই সময়ে যে কোন কিছুই ঘটতে পারে।’ ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড এখন লিভারপুলের। তাদের সামনে ম্যানচেস্টার সিটির গড়া টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শের হাতছানি। আন্তর্জাতিক বিরতির পরপরই লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অলরেডরা। সেই ম্যাচে জয় পেলেই ম্যানসিটির টানা জয়ের রেকর্ডে ভাগ বসাবে জার্গেন ক্লপের দল। তবে এমন দুরন্তগতিতে চলা লিভারপুলের ভার্জিল ডাইক মনে করেন, তার দলের আরও উন্নতির সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে ডাচ তারকার সোজাসাপ্টা উত্তর, ‘আমাদের খেলায় সবসময়ই উন্নতির সুযোগ থাকে। সে জন্য আমি মনে করি, ম্যানচেস্টার সিটি কিংবা অন্য দলের সঙ্গে আমাদের পয়েন্ট, ব্যবধান কিংবা পার্থক্যের দিকে না তাকিয়ে শুধু সামনে থাকা আমাদের খেলাগুলোতে মনোযোগ দিতে পারি।’ এদিকে গত মৌসুমে ৩৮ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চলমান মৌসুমের শুরুতেই পিছিয়ে পড়েছে তারা। ৮ খেলায় ৫ জয় ২ হার ও ১ ড্রয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট ম্যানসিটির। নিজেদের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-০ গোলে লজ্জাজনকভাবে হার মানে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি ছিল ম্যানসিটির মাঠেই। তবে পয়েন্টের ব্যবধান বেড়ে যাওয়ায় মোটেও চিন্তিত নন সিটিজেনদের অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওয়ালা। এ প্রসঙ্গে সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখের এই কোচ বলেন, ‘লিভারপুলের সঙ্গে ৮ পয়েন্টে পিছিয়ে আমরা। আমরা এখন পর্যন্ত নিজেদের সেরাটা খেলতে পারিনি। কিন্তু যারা আমাদের ওপরে বা এগিয়ে তারা খুবই ভাল খেলেছে। সবগুলো ম্যাচই জিতেছে। কিন্তু আমরা খারাপ খেলার কারণে পিছিয়ে পড়েছি। তারপরও এটি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। কারণ মাত্রই তো লীগের শুরু। এখনও ৩০টির মতো ম্যাচ বাকি আছে। পরের রাউন্ডগুলোতে পয়েন্ট টেবিলের আরও অনেক পরিবর্তন ঘটবে।’ দলের এমন পরিস্থিতিতেও খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন গার্ডিওয়ালা। তিনি বলেন, ‘আমি জানি, দলের প্রত্যকটি খেলোয়াড়ই অসাধারণ। ভাল খেলার সামর্থ্য তাদের রয়েছে। পয়েন্ট টেবিলের অবস্থা সম্পর্কে তারাও অবগত। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে ছেলেরা। ছেলেদের ওপর আমার অগাধ আস্থা আছে।’
×