ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে গ্রামীন সড়কের বেহাল দশা

প্রকাশিত: ০৫:৫৫, ৯ অক্টোবর ২০১৯

বাঁশখালীতে গ্রামীন সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের অভ্যন্তরিন গ্রামীন সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।প্রতিটি সড়কেই খানাখন্দকে ভরে গেছে। বৃষ্টির পানিতে সড়কের খনাখন্দকগুলো কাদাযুক্ত হয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।সবমিলিয়ে গ্রামীন সড়কগুলোর বেহাল দশার দরুন যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে।বুধবার (৯অক্টোবর) শেখেরখীল-ছনুয়া সাবেক আওয়ামী সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান উল কবির চৌধুরী সড়ক পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ কিঃমিঃ সড়কজুড়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তাছাড়া বাঁশখালীর মৎস্যজোন খ্যাত এই সড়ক দিয়ে যাতায়াত করে শতশত মাছবাহী ট্রাকসহ যাত্রী পরিবহন। অপরদিকে দেশের বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ প্রকল্প গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র সড়কটির জীর্নদশা হয়ে পড়েছে।তারপর ও থেমে নেই কয়লাবিদ্যুৎ কেন্দ্রের মালবাহী ট্রাক ও লরির চলাচল। যার ফলে চাম্বল-গন্ডামারা সড়কটি হয়ে পড়েছে একেবারে চলাচলের অনুপযোগী। সবমিলিয়ে পুরো উপজেলার গ্রামীন সড়কগুলো সংস্কার বিহীন থাকায় অনেকটা বেকায়দায় পড়েছে সাধারণ মানুষেরা।এদিকে পৌরসভার সকল সড়কেরই একই হাল। এ বিষয়ে গন্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান ও সদস্য আলী হায়দার চৌধুরী আসিফ বলেন, চাম্বল -গন্ডামারা সংযোগ সডকটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এ সডকটি দিয়ে বিদুৎ কেন্দ্রের মালবাহী যানবাহন চলাচলের ফলে দিন দিন বিশাল বিশাল গর্তের সৃষ্টি হচ্ছে। শীগ্রই যদি সডকটি মেরামত করা না হয় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলেও তিনি জানান।
×