ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান॥ এক হাজার ফুট অবৈধ পাইপ লাইন উত্তোলন

প্রকাশিত: ০৮:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান॥ এক হাজার ফুট অবৈধ পাইপ লাইন উত্তোলন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এ্যান্ড ট্রান্সমিশন কোম্পানী। বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় এক হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ উত্তোলন ও ২৬টি রাইজার জব্দ করা হয়েছে। পরে অবৈধ ব্যক্তিদের নামে ৭টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মফিজুল ইসলাম, ডেপুটি ম্যানেজার শাকিল মন্ডল, আল-মামুন ও সহকারী প্রৌকশলী মানিক মিয়া প্রমূখ। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএ্যান্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার ফুট অবৈধ পাইপ লাইন উত্তোলন করা হয়। ২৬টি রাইজার জব্দ করা হয়। প্রায় আড়াই কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস লাইন বন্ধ করা হয়েছে।
×