ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ সেপ্টেম্বর হাবিপ্রবিতে রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

২০ সেপ্টেম্বর হাবিপ্রবিতে রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২০ সেপ্টেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে রংপুর বিভাগের ৮টি জেলার ৭০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার বিতার্কিক অংশগ্রহণ করবে। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র আয়োজনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র সভাপতি ও উৎসব কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম শিহাব। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০ সেপ্টেম্বর হাবিপ্রবির ডিডেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র আয়োজনে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের ৮টি জেলার ৭০টিরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক হাজারের অধিক শিক্ষার্থী এতে অংশগ্রহন করবে। ইতিমধ্যেই এই উৎসবে অংশগ্রহনকারীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটি যুক্তিবাদী এবং গণতান্ত্রিক সমাজ বির্নিমানের স্বপ্নকে বুকে ধারন করে এইে আয়োজন। উৎসবে বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা এবং ৬ ধরনের প্রদর্শনী বিতর্ক থাকবে। প্রদর্শনী বিতর্কগুেেলা হচ্ছে-সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বৈশ্বিক বিতর্ক, প্ল্যানচার্ট বিতর্ক, নিজস্ব ভাষায় আঞ্চলিক বিতর্ক এবং পেশাজীবী বিতর্ক। হাবিপ্রবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশ্বিক বিতর্কতে অংশগ্রহন করবে। এছাড়াও সবার জন্য তাকবে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং। বিতর্ক অনুষ্ঠান সকাল ৮ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়। আয়োজক কমিটি জানায়, ক্ষয়ীষ্ণু এই প্রথাগত সময়ের বিরুদ্ধে রুখে দাড়াতে যে আলোকিত যুক্তিবাদী তরুণ সমাজ করে যাচ্ছে তা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। এজন্য শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মেধা, মনন ও সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিডেটিং সোসাইটি অব এইচএসটিইউ’র সহ-সভাপতি মনিরুজ্জামান মুন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোবাব্বির ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল ।
×