ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুলবুল সিকিউরিটিজের নিবন্ধনের সনদ পাওয়ার সময় বাড়ল

প্রকাশিত: ০৯:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

বুলবুল সিকিউরিটিজের নিবন্ধনের সনদ পাওয়ার সময় বাড়ল

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টেকহোল্ডার বুলবুল সিকিউরিটিজকে স্টক ব্রোকার ও ডিপোজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদ পেতে আবেদনের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৬৯৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুলবুল সিকিউরটিজের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন স্টক ব্রোকার এবং ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদ পেতে আবেদন করার সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রতিষ্ঠানটি কোম্পানি হিসেবে স্টক ব্রোকার ও ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদের জন্য আবেদন কবে। এ বিষয়ে আর কোন সময় বাড়ানো হবে না মর্মে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×