ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ

আজ আসছে আফগান ক্রিকেট দল

প্রকাশিত: ১১:৫৭, ৩০ আগস্ট ২০১৯

আজ আসছে আফগান ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে আজ বাংলাদেশের মাটিতে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। আপাতত তাদের ঢাকায় থাকা হবে না। চট্টগ্রামেই যেহেতু বাংলাদেশ সফরের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান, তাই আজই সরাসরি চট্টগ্রামে চলে যাবে। যেহেতু রবি ও সোমবার বিসিবি একাদশের বিরুদ্ধে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ৫ সেপ্টেম্বর থেকে একমাত্র টেস্টটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে, তাই চট্টগ্রামে যাবে আফগানরা। একমাত্র টেস্টটি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। টেস্ট শেষ হলে ত্রিদেশীয় টি২০ সিরিজে অংশ নেবে আফগানরা। ৯ সেপ্টেম্বর পর্যন্ত একমাত্র টেস্টটি হওয়ার কথা। যদি এর আগে টেস্ট শেষ না হয় তাহলে ১০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান দল। ত্রিদেশীয় টি২০ সিরিজে ১৪ সেপ্টেম্বর জিম্বাবুইয়ের বিরুদ্ধে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ দিয়ে সিরিজের মিশন শুরু করবে আফগানরা। এরপর ১৫ সেপ্টেম্বর স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে লড়াই করবে আফগানিস্তান। আবার তাদের চট্টগ্রামে যেতে হবে। ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার পরেরদিনই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। সিরিজের ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদি ফাইনালে ওঠে আফগানিস্তান তাহলে আবার ঢাকায় আসতে হবে। বাংলাদেশের ২৬ দিনের সফরে আসছে আফগানিস্তান। বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানদের। যখন খেলবে তখন দীর্ঘ সফরেই আসছে আফগানিস্তান। এই সফরে ভাল কিছু অর্জন করতে চায় আফগানিস্তান। যেহেতু বিশ্বকাপে অনেক হুঙ্কার দিয়েও একটি ম্যাচও জিততে পারেনি। এবার বাংলাদেশের মাটিতে কিছু করে দেখাতে চায় আফগানরা। নতুন অধিনায়ক রশীদ খানের নেতৃত্বে সেই আশা পূরণে বদ্ধপরিকরও আফগানরা। অধিনায়ক রশীদ খান যেমন বলেছেন, ‘আমরা ইংল্যান্ডে (বিশ্বকাপে) কোন ম্যাচ জিততে পারিনি। ৫০ ওভারের ফরমেট আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু সেখানকার অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে নিতে হবে। আর এই অভিজ্ঞতাই হবে আমাদের এগিয়ে চলার মূলমন্ত্র। একটা দল হিসেবে আসন্ন সফরে খেলতে হলে বড় ইভেন্টের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অবশ্যই আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে। আগামীর জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি নিশ্চিত যখন বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাব তখন আরও অনেক কিছুতেই উন্নতি করার সুযোগ পাব।’ আফগানিস্তানের টেস্ট আঙ্গিনায় পা রাখা খুব বেশিদিনের নয়। ২০১৭ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর গত বছর ভারতের বিরুদ্ধে ও এ বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে ইনিংস ও ২৬২ রানে হেরেছে। আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে। অম্ল-মধুর স্মৃতি তাদের। রশীদ খান বলেন, ‘আমাদের কিছুটা ধারাবাহিকতার অভাব আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। কিন্তু দেখুন বিশ্বকাপে আমরা অনেক জায়গায় ভাল করেছি। কিছু ম্যাচে বাজেভাবে হেরেছি ঠিকই। কিন্তু কিছু কিছু ম্যাচ অনেক ক্লোজ ছিল। ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে আমরা ২৮৮ রান করেছিলাম। বিশ্বকাপের মতো আসর আপনাকে সেরা খেলোয়াড়দের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এগুলো আমাদের ইতিবাচক দিক। বিশ্বকাপের অভিজ্ঞতা সঙ্গী করে বাংলাদেশ সফরে আমরা ইতিবাচক দিকগুলোর দিকে ফোকাস রাখব।’ বাংলাদেশে খেলতে আসার আগে আবুধাবিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আফগানিস্তান। যেন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে প্রস্তুতি নেয়া যায়। এই প্রস্তুতি সেরেই বাংলাদেশে আসছে আফগানরা। ভাল কিছুর আশাও করছেন রশীদ। নিজের নৈপুণ্য নিয়েই যেমন বলেছেন, ‘ডেলিভারি সঠিক জায়গায় ফেলার জন্য ক’দিন ধরেই অনেক পরিশ্রম করেছি। গুড লাইন আর লেংথে বল ফেলতে চেষ্টা করব। পাশাপাশি ব্যাট হাতে কিছু রান করতে চাই। দলের জন্য যতটা সম্ভব অবদান রাখতে চাই।’ রশীদ অবশ্য ভাল করেই জানেন, বাংলাদেশের মাটিতে ভাল কিছু করা এত সহজও নয়। তাই তো বলেছেন, ‘আমরা প্রস্তুত বাংলাদেশের চ্যালেঞ্জ গ্রহণ করতে। আমরা জানি বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশকে হারানোটা কতটা কঠিন। কারণ দেশের মাটিতে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ। কাজেই আমাদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাতে কোন সন্দেহ নেই। আর সে জন্যই আমরা নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। কারণ বাংলাদেশে গিয়ে ভাল করতে হলে নিজেদের সেরা হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই।’ সঙ্গে যোগ করেন, ‘এর আগে আমরা ভারতের দেরাদুনে ট্রেনিং ক্যাম্প করতাম। বাংলাদেশের আবহাওয়া অনেক গরম, তাই আমরা এমন গরম আবহাওয়ার একটা জায়গা খুঁজছিলাম। এবার আবুধাবিকে বেছে নিয়েছি। এই ক্যাম্প আমাদের বাংলাদেশ সফরে কাজে দেবে। আমরা একটা দল হিসেবেই বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমাকে বাড়তি শক্তি যোগাবে।’
×