ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী বছর জুনে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি

প্রকাশিত: ০৯:৫৪, ২৮ আগস্ট ২০১৯

আগামী বছর জুনে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি

স্পোর্টস রিপোর্টার ॥ টোকিও অলিম্পিক সামনে রেখে জাপানে অনুষ্ঠিত হকি টেস্ট ইভেন্ট শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার। সেখানে এশিয়ান হকি ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে বুধবার বাহফের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ৬টি সিদ্ধান্ত জানান। এগুলো হলো : ২০২০ সালের ৪-১৪ জুন ঢাকায় জুনিয়র এশিয়া কাপের (যা কিনা জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারও) প্রস্তাবিত তারিখ নির্ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর নামে আয়োজনের ঘোষণা, সে লক্ষ্যে এএইচএফের কাছ থেকে টুর্নামেন্টটির টাইটেল স্পন্সরশিপ কিনে নেবে বাহফে; আগামী বছর ১৫-২৫ অক্টোবর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাবিত তারিখ নির্ধারণ (টাইটেল স্পন্সর হিরো মটোকর্প), এই দুই টুর্নামেন্ট সামনে রেখে এশিয়ান হকি ফেডারেশনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এ বছরের অক্টোবরে একটি সাইনিং সিরোমনি আয়োজন করবে ফেডারেশন, জুনিয়র এশিয়া কাপ ঘিরে ইতোমধ্যেই অ-২১ দলের প্রস্তুতি শুরু হয়েছে। এই দলটিকে সেপ্টেম্বরে ভারতের চারটি রাজ্যে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য পাঠানো হবে। এরপর এই দলটির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ওমান ও পাকিস্তানের যুব দল, উন্নত প্রশিক্ষণের জন্য এএইচএফের কাছে একজন হাই প্রোফাইল কোচ চেয়েছে বাহফে। পুরুষ ও নারী দলের উন্নত প্রশিক্ষণ ও প্র্যাক্টিস ম্যাচের জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে এবং ৫টি টার্ফের আবেদন করা হয়, এএইচএফ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
×