ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্চারের সঙ্গে বোলিং করতে চান এ্যান্ডারসন

প্রকাশিত: ১১:৫৬, ২৪ আগস্ট ২০১৯

 আর্চারের সঙ্গে বোলিং করতে চান এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক জেমস এ্যান্ডারসন। ডানহাতি এ পেসার এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। তবে এর আগেই ইংল্যান্ড ক্রিকেট দল উপযুক্ত বিকল্প পেয়ে গেছে। বারবাডোজ বংশোদ্ভূত জোফরা আর্চার গতির ঝড় তুলেছেন এ্যান্ডারসনের ইনজুরিতে খেলার সুযোগ পেয়েই। চলতি এ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নেয়া ২৪ বছর বয়সী আর্চার চলতি হেডিংলি টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট শিকার করেছেন। সবমিলিয়ে আর্চারকে দেখে বিশ্রামে থাকা এ্যান্ডারসনের হাত নিশপিশ করছে, আর্চারের সঙ্গে জুটি বেঁধে বোলিং করার জন্য তর সইছে না তার। এমনটাই জানিয়েছেন ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ তারকা। এবার এ্যাশেজের প্রথম টেস্টেই ইনজুরিতে পড়েন এ্যান্ডারসন। ইংল্যান্ডের অন্যতম এ পেস স্তম্ভ মাত্র ৪ ওভার বোলিং করতে পেরেছেন। পরের টেস্টগুলো এ্যান্ডারসনের অভাব পূরণ নিয়ে কিছুটা চিন্তিত ছিল ইংলিশরা। তবে উদীয়মান গতিতারকা আর্চার স্কোয়াডে থাকায় সেটি দুশ্চিন্তায় পরিণত হয়নি। লর্ডসে দ্বিতীয় টেস্টে সেই আর্চার তার গতিময় বোলিংয়ের ভয়ানক রূপ দেখিয়েছেন। প্রথম ইনিংসে ২ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ভীতিকর হয়ে ওঠেন স্টিভেন স্মিথকে ৯২ মাইল বেগে করা বাউন্সারে আহত করে।
×