অভিবাসন আদালতকে পাশ কাটিয়ে অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে যেসব অভিবাসী টানা দুই বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রমাণ দিতে পারবেন না তাদেরকে তাৎক্ষণিকভাবে বিতাড়ন করা হবে। বিবিসি।
যুক্তরাষ্ট্রের চলমান নিয়ম অনুযায়ী, কেবল সীমান্তের ১০০ মাইলের মধ্যে আটক হওয়া অভিবাসী যারা দুই সপ্তাহের কম সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু অন্য জায়গায় আটক হওয়া অভিবাসীদের আদালতে হাজির করা হয় এবং তারা আইনজীবী নিয়োগের অধিকার ভোগ করেন। কিন্তু নতুন নিয়মে অভিবাসীরা দেশের যেখান থেকেই আটক হন না কেন তাদেরকে ফেরত পাঠানো যাবে এবং তাদের জন্য আইনজীবী নিয়োগের ব্যবস্থাও রাখা হবে না। এ নিয়মের ফলে শত শত মানুষ ভুক্তভোগী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার গ্রুপ। ‘দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)’ নতুন এ নীতির বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আদালতকে এড়িয়ে অভিবাসী তাড়ানোর নতুন কৌশল যুক্তরাষ্ট্রের
প্রকাশিত: ০৯:০৪, ২৫ জুলাই ২০১৯
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: