ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ জুন ২০১৯

সিদ্ধিরগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাংরোড) এলাকায় দোকানপাট থেকে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা চাঁদাবাজদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শামাীম (২৯), মৃত হাসেম বাছরের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯), মোঃ রুনু মিয়ার ছেলে রকিব (১৯)। এ সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির ২৮ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিমউদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের ওই কর্মকর্তা আরো জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে শিমরাইল মোড় (চিটাগাংরোড) এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১শ’ থেকে ৫শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ব্যবসায়ী বা দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করছে। র‍্যাব-১১ অনুসন্ধান চালিয়ে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় জোরপূর্বক চাঁদা আদায়কালে ওই চাঁদাবাজদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
×