ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে উইকেটের সমালোচনায় বুমরাহ

প্রকাশিত: ০৯:২৫, ২৩ জুন ২০১৯

 বিশ্বকাপে উইকেটের সমালোচনায় বুমরাহ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের বিশ্বকাপে রাজত্ব করবেন ব্যাটসম্যানরা- এটি জানা ছিল আগেই। তবুও হয়তো বোলাররা আশায় ছিলেন- দাপট দেখানোর সুযোগ পাবেন তারাও। কিন্তু সেটি আর ভাল করে হচ্ছে কই? আসরের বেশিরভাগ ম্যাচেই ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটসম্যানরা। বাংলাদেশের গড়পড়তা মানের বোলিংয়ের বিপক্ষে ৩৮১ রান করেও অস্ট্রেলিয়ার দক্ষ বোলিং লাইনআপ হজম করেছে ৩৩৩ রান। প্রায় প্রতিটি ম্যাচেই বড় প্রভাব রাখছেন ব্যাট হাতে নামা সেনানীরা। বোলারদের তাই অসহায় বোধ করাই স্বাভাবিক। এবার এই অসহায়ত্ব ফুটে উঠল ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর কণ্ঠে, ‘ইংল্যান্ডের উইকেট সবগুলো ফ্ল্যাট। আমার মনে হচ্ছে ইংল্যান্ডই বোধহয় একজন বোলারের জন্য সবচেয়ে বিব্রতকর জায়গা। এখানে কোন সহায়তা পাওয়া যাচ্ছে না। আকাশে মেঘ দেখে আপনি হয়তো ভাবছেন বল সুইং করবে। কিন্তু তা মোটেও হবে না; নির্ভর করবে আপনার নিখুঁত বোলিংয়ের ওপর’ বলেন বুমরাহ। বুমরাহর ভাষ্য, ‘আমরা নিখুঁত বল করার চেষ্টা করি। ইংল্যান্ডের উইকেটের কথা আমাদের বল করার সময় মাথায় রাখতে হয়। ভাল বল করলে পরিবেশের সহায়তা কাজে আসতে পারে।’ শনিবার আফগানিস্তানের বিপক্ষে খেলার আগ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে বুমরাহ শিকার করেছেন মোটে ৫টি উইকেট। অথচ তরুণ এই পেসার ভারতের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দলের অন্যতম বড় অস্ত্র। তিনি বলেন, ‘আমরা শুধু নিজেদের সামর্থের‌্য দিকেই মনোযোগী। যখন আমি ভুবির (ভুবনেশ্বর কুমার) সঙ্গে বল করি তখন একে অপরের সঙ্গে পরামর্শ করে নিই। এর আগে আমি সামির সঙ্গেও বল করেছি। অতীতেও আমাদের তিনজনের মধ্যে দু’জন খেলেছি। আমরা শুধু নিজেদের দায়িত্বের দিকেই মনোযোগ দিয়ে থাকি। তাই সেটি বাধাগ্রস্ত হয় না।’ সম্প্রতি দারুণ বোলিংয়ে আলোচনায় থাকলেও বিশ্বকাপে উইকেট শিকারে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বুমরাহ। হয়তো প্রতিপক্ষ তাকে বেশি সমীহ করে বলেই এমনটা হচ্ছে।
×