ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমার বাবা-

প্রকাশিত: ০৯:০২, ২২ জুন ২০১৯

 আমার বাবা-

আইসক্রিম খাইয়েছি পৃথিবীতে যে আমার সবচেয়ে প্রিয়, সে হলো আমার বাবা। আমি বাবাকে সব থেকে বেশি ভালবাসি। বাবাও আমাকে খুব ভালবাসে। আমার অসুখের সময় বাবা আমার পাশে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। একবার আমার টাইফয়েড হয়েছিল, বাবা তখন আমাকে কোলে নিয়ে ঘুমাতেন। মুখে তুলে খাওয়াতেন। আমাকে বাবা কখনও মারেন না। আমার স্কুল থেকে ফিরতে দেরি হলে বাবা খুব টেনশন করেন। আমি বাবাকে কষ্ট দিতে চাই না। আমি এই বাবা দিবসে বাবাকে আইসক্রিম খাইয়েছি। সায়মা আফনান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ১০ম শ্রেণী . উপহার দিয়েছি পৃথিবীতে প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা সেরা। আমার কাছেও আমার বাবা সেরা। বাবা আমাকে সবচেয়ে বেশি ভালবাসে। আমিও আমার বাবাকে খুব ভালবাসি। বাবা আমার সব আবদার পূরণ করেন। কোন কিছু প্রয়োজন হলে কিনে দেন। আমার সব ইচ্ছাপূরণ করেন। বাবা সবসময় আমাকে ভাল মানুষ হওয়ার শিক্ষা দেন। এবার বাবা দিবসে বাবাকে উপহার দিয়েছি। বাবা অনেক অবাক ও খুশি হয়েছে। কুসুম রহমান হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ ৮ম শ্রেণী, ঢাকা . ভাল বন্ধু বাবা আমায় খুবই ভালবাসে। আমি কখনও কোন ভুল কাজ করলে বাবার রাগ ওঠে ঠিকই, কিন্তু পরক্ষণেই সেটি ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দেন। আমাদের সকল কাজের পেছনেই বাবার অবদান মায়ের চেয়ে কোন অংশে কম নয়। বাবা আমাদের বন্ধুর মতো। মাঝে মাঝে একটু বকাবকি করলেও মুহূর্তেই সেটা আদরে বদলে যায়। বাবা দিবসে বাবার জন্য একটি কলম উপহার হিসেবে কিনেছি। প্রতিবারই বাবা আমাদের উপহার দেয়। এবার আমি দিয়েছি। তারানা হাসান নিউসান স্কুল, ৯ম শ্রেণী, রাজশাহী
×