ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে প্লাতিনি

প্রকাশিত: ১২:৪৬, ১৯ জুন ২০১৯

পুলিশ হেফাজতে প্লাতিনি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার। কিন্তু এশিয়ার এই দেশটিকে স্বাগতিক হিসেবে বেছে নেয়ায় অনেক সমালোচনা হয়েছে। এর জের এখনও বয়ে চলেছে। যার ধারাবাহিকতায় আয়োজক হিসেবে কাতারকে স্বত্ব দেয়ায় আটক হয়েছেন সাবেক উয়েফা প্রধান মিশেল প্লাতিনি। মঙ্গলবার ফ্রান্সের সাবেক এই ফুটবলারকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। পশ্চিম প্যারিসের এক শহরতলীতে তিনবারের ব্যালন ডি’অর জয়ী প্লাতিনিকে পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০০৭ সালে প্লাতিনি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান নির্বাচিত হন। ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে গ্যাসসমৃদ্ধ ধনী রাষ্ট্র কাতারকে বেছে নেয়ার পেছনে উয়েফার প্রধান হিসেবে দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্লাতিনি। এমন অভিযোগে সরব হয়ে ওঠে বিশ্ব ফুটবল। এ নিয়ে শুরু হয় বিতর্ক। ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের নির্দেশে দুই মিলিয়ন সুইস ফ্র্যাংক ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্লাতিনিকে চার বছরের জন্য সবধরনের ফুটবলীয় কর্মকা- থেকে ২০১৫ সালে নিষিদ্ধ করা হয়েছিল। তার আগ পর্যন্ত তিনি উয়েফার প্রধানের দায়িত্বে ছিলেন। বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার বিডে জয়ী হওয়ার জন্য কাতারের বিপক্ষে অবৈধভাবে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ উত্থাপিত হয়।
×