ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারী ও চিলাহাটিতে বিরতিহীন ট্রেন দাবি

প্রকাশিত: ০৯:২১, ৩০ মে ২০১৯

  নীলফামারী ও চিলাহাটিতে  বিরতিহীন  ট্রেন দাবি

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ চিলাহাটি থেকে ডোমার-নীলফামারী-সৈয়দপুর-ঢাকা বিরতিহীন দিবাকালীন ও ঢাকা হতে রাত্রীকালীন ট্রেনের দাবিতে নীলফামারী ও চিলাহাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী পৃথক ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নীলফামারী উন্নয়ন ফোরামের আয়োজনে নীলফামারী রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন, ফোরামের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সরকার। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহীন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আনিসুর রহমান কোকো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমুখ। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের ২৮ জানুয়ারি চিলাহাটি থেকে ঢাকাগামী নৈশকালীন ও ঢাকা হতে দিবাকালীন নীলসাগর আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করেন ওই সময়ের রেলপথমন্ত্রী মুজিবুল হক। সে সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই পথে একই নামে দিবাকালীন আরেকটি ট্রেন চালুর কথা দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে বর্তমান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনও উপস্থিন ছিলেন। কিন্ত বর্তমানে দেশের বিভিন্ন রেলপথে নতুন নতুন ট্রেন চালু হলেও উপেক্ষিত রয়ে গেছে নীলফামারীবাসীর সেই দাবি।
×