ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৩:১৬, ২৯ মে ২০১৯

নারায়ণগঞ্জে ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মৌচাক ও বাঘমারা এলাকায় অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদানকারী ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো- স্পার্ক ফুড প্রোডাক্ট, মৃধা ফুড প্রোডাক্ট ও নুর ফুড প্রোডাক্ট। এ সময় মৃধা ফুড প্রোডাক্টে অননুমোদিত উৎপাদিত ২শ’ ৭০ কার্টুন নিম্নমানের নুডুলস জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার র‌্যাব এ অভিযান চালায়। ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে খাদ্য উৎপাদন করে বিএসটিআই’র প্যাকেটে লোগো ছাপিয়ে বাজারজাত করা, উৎপাদিত খাদ্য ও পানীয় নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, গুণগত মান পরিবর্তন করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই’র নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করে আসছে। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে।
×