ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘তিন লাখ পরিবহন শ্রমিককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে’

প্রকাশিত: ১১:১৬, ২৯ মে ২০১৯

‘তিন লাখ পরিবহন  শ্রমিককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে মঙ্গলবার সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে পরিবহন শ্রমিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ট্রাফিক আইন সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাকিল হোসেন ও ট্রাফিক সার্জেন্ট মোঃ এনামুল হাসান। কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন), প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ ইরফান করিম, সদস্য মোঃ জসিম উদ্দিন প্রমুখ। ইলিয়াস কাঞ্চন বলেন, আগামীতে সরকার ৩ লাখ পরিবহন শ্রমিককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি তিনি অত্র সংগঠনের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখে পরিবহন শ্রমিকদের দক্ষ ও আন্তর্জাতিক মানের চালক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এরপর তিনি ৩ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরিবহন শ্রমিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
×