ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৯ লাখ

প্রকাশিত: ০৭:১০, ২৮ মে ২০১৯

এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৯ লাখ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। বাড়ছে গ্রাহক সংখ্যা ও আমানতের পরিমাণ। এজেন্ট ব্যাংকিং টেকশই ব্যাংকিং ব্যবস্থায় আগামী দিনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্চ শেষে ১৯টি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৬ হাজার ৬৫৫টি। যা আগের প্রন্তিকের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ৪ হাজার ৮৬৬ জন এজেন্ট রয়েছেন। এর মধ্যে গ্রামে ৪ হাজার ৩৬৫ এবং শহরে ৫০১ জন। এজেন্টের আওতায় চলে আউটলেট। সারা দেশে আউটলেট আছে ৭ হাজার ৮৩৮টি। এর মধ্যে গ্রামে ৭ হাজার ৮৪টি এবং শহরে ৭৫৪টি। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স নিয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্যাংক এশিয়া। তারা গ্রামে সবচেয়ে বেশি সেবা দিচ্ছে। আর ডাচ্-বাংলা ব্যাংক গ্রামের পাশাপাশি শহরেও সেবা দিচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় সঞ্চয়ী হিসাবের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রায় ২৫ লাখ ৯ হাজার। এখন পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে। ব্যাংক তিনটিতে যথাক্রমে ১৩ লাখ ৬৩ হাজার ৭২১টি, ৮ লাখ ৭৫ হাজার ১৬৯টি ও ১ লাখ ৬৬ হাজার ৩০৯টি হিসাব রয়েছে।
×