ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের পাশে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ০৯:২০, ২৭ মে ২০১৯

শিক্ষা প্রতিষ্ঠান ও  খেলার মাঠের পাশে  তামাকপণ্য বিক্রি  নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধের দাবি জানিয়েছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংস্থা ‘ইপসা’। রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংস্থাটি। সম্মেলনে বাংলাদেশে স্কুল ও খেলার মাঠের আশপাশে তামাক পণ্যের বিজ্ঞাপন, বিক্রয়, পণ্য প্রদর্শন ও প্রণোদনামূলক কার্যক্রম পর্যবেক্ষণে পরিচালিত এক গবেষণার ফলাফল প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। এ সময় তামাক বিক্রয় সম্পর্কিত বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানানো হয়। সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের ৯০ শতাংশ স্কুল ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে নির্বিঘ্নে বিক্রি হচ্ছে সিগারেটসহ বিভিন্ন তামাক পণ্য। ৭৭ শতাংশ তামাক বিক্রয় কেন্দ্রে শিশুদের চোখের সামনে। প্রদর্শন করা হচ্ছে তামাক পণ্য। বড়দের পাশাপাশি শিশুদেরকেও তামাক পণ্য ক্রয়ে প্রলুব্ধ করতে ৩৩ শতাংশ বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের পাশাপাশি চকলেট, মিষ্টি বা খেলনা বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি প্রায় শতভাগ বিক্রয় কেন্দ্রে তামাকের বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন স্টিকার, ডেমোপ্যাকেট, ফেস্টুন, ছাতায় তামাক কোম্পানির ব্র্যান্ডের মাধ্যমে এসব বিজ্ঞাপন করা হচ্ছে।
×