ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাহায্য করলেই জরিমানা

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ মে ২০১৯

 সাহায্য  করলেই জরিমানা

টাকা, খাবার কিংবা পথশিশুদের কোনভাবে সাহায্য করলে এখন থেকে জরিমানা গুনতে হবে উগান্ডার নাগরিকদের। রাজধানী কাম্পালায় পথশিশুদের খাবার বা টাকা দান করা অবৈধ ঘোষণা করে নতুন এক আইন পাস করেছে দেশটির সরকার। কাম্পালার লর্ড মেয়র এরিয়াস লুকওয়াগো জানান, ব্যবসায়িক কাজে এবং যৌন ব্যবসায় শিশুদের ব্যবহার কমানোর উদ্দেশ্যে এ আইন পাস করা হয়েছে। আইনের বিধি অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ১১ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। দেশটির সরকারী হিসাব অনুযায়ী, রাজধানী কাম্পালার রাস্তায় ৭ থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৫ হাজার পথশিশু বাস করে। সাংবাদিক ডিয়ার জেযান জানান, গ্রাম থেকে অনেক শিশুকে শহরে নিয়ে আসা হয়। এসব শিশুদের জোর করে নানা রকম কাজ করানো হয়ে থাকে। এ ধরনের ব্যবসা থামাতে নতুন আইনের অধীনে যৌন ব্যবসার জন্য শহরে বাসা ভাড়া করা বা ভিক্ষা করা বা শিশুদের দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালানোও আইনত অবৈধ হিসেবে বিবেচিত হবে।-বিবিসি
×