ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটগ্রামে সেতুর অভাবে ১৮ গ্রামের মানুষের চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৯:০৯, ১১ মে ২০১৯

 পাটগ্রামে সেতুর অভাবে ১৮ গ্রামের মানুষের চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১০ মে ॥ জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ও জগতবেড় ইউনিয়ন। এই দুই ইউনিয়নের মধ্য দিয়ে মোমিনপুর বাঁশকাটা বিলুপ্ত ছিটমহলের ওপর দিয়ে বয়ে গেছে ধরলা নদী। ওই নদীতে সেতু না থাকায় দুই ইউনিয়নের ১৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ১৪ কিলোমিটার ঘুরে উপজেলা শহরে আসতে হয়। নদী পারাপারের জন্য স্থানীয় লোকজন এখানে একটি সেতু নির্মাণ করলেও সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁশকাটা দয়ালটারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জোসনা আক্তার বলেন, এ নদী দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী স্কুল কলেজে যায়। শুষ্ক মৌসুমে কোন মতে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নৌকা যোগে নদী পারাপার হয়ে স্কুলে আসা যাওয়া করতে হয়। একই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মমতা খাতুন বলেন, বর্ষাকালে নৌকায় ভয়ভয় করে পারাপার হতে হয়। অনেক সময় নৌকায় পারাপার হতে গিয়ে সঠিক সময়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে দেরি হয়ে যায়। ষাটোর্ধ বৃদ্ধ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, জন্মের পর থেকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে চলাচল করছি। আজও এখানে একটি ব্রিজ হয়নি। এখানে ব্রিজ আমাদের প্রাণের দাবি। বাঁশকাটা দালালটারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনী ইশতেহারে ছিল গ্রাম হবে শহর। বাঁশকাটা বিলুপ্ত ছিটমহলের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীতে সেতু না দিয়ে এ স্লোগান বাস্তবে রূপ দিবে না। নৌকার মাঝি হামিদুল ইসলাম বলেন, ওই নদীর পূর্ব পার্শে¦ ইঞ্জিনপাড়া, নন্দের ঘাট, মন্ডলটারী, ধবলঘুড়ি, মোহাম্মদপুর, মোল্লারবাজার, মন্সিরহাট, কখ বাড়ি, বামকান্দ গুরুপাড়া, কমারপাড়া, ডাঙ্গাপাড়া ও পশ্চিম পার্শে¦ মোমিনপুর, বাঁশকাটা, দয়ালটারী, সরকারেরহাট, কাফির বাজার ও শফিরহাটসহ কিছু গ্রাম। এখানে সেতু না থাকায় সাধারণ মানুষের পাশাপাশি কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না। ছাত্র-ছাত্রীরা ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। কৃষক কৃষি পণ্য যথা সময়ে উপজেলা শহরে নিতে পারছে না। জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, সেতুটি নির্মাণের চেষ্টা চালাচ্ছি। এলজিইডি’র পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোহাম্মদ শামসুজ্জামান জানান, এলজিইডির প্রধান বলেন কার্যালয়ে ৩০০ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।
×