ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে দুই ভারতীয় কূটনীতিককে রুমে আটকে রেখে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ১০:৫২, ৬ মে ২০১৯

 পাকিস্তানে দুই ভারতীয়  কূটনীতিককে রুমে  আটকে রেখে  হয়রানির অভিযোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানে দায়িত্বরত ভারতের দুই কূটনীতিককে রুমে আটকে রেখে হয়রানি করার অভিযোগ উঠেছে। পাকিস্তানী গোয়েন্দা সংস্থার সদস্যরা লাহোরের একটি শিখ উপাসনালয়ে ওই দুই কূটনীতিককে এমন হয়রানি করেন বলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। খবর ইয়াহু নিউজের। নয়াদিল্লীর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সেখানকার সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তারা বলছে, বিষয়টি জানার পর ইসলামাবাদে ভারতের হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলেছে পাকিস্তান কর্তৃপক্ষকে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ারও কথা বলা হয়েছে লিখিত বার্তায়। নয়াদিল্লীর ওই সূত্র বলছে, গত ১৭ এপ্রিল লাহোরের গুরুদুয়ারা সাচা-সৌদায় ভারতীয় পুণ্যার্থীদের সেবা দিচ্ছিলেন ওই দুই কূটনীতিক। এক পর্যায়ে তাদের নিয়ে ২০ মিনিটের মতো একটি কক্ষে আটকে রাখেন পাকিস্তানের ১৫ গোয়েন্দা কর্মকর্তা। এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাগ পর্যন্ত তল্লাশি করা হয়।
×